Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পদ্মনাভ অধিকারীর দু’টি কবিতা

প্রকাশিত: ০৪:১৬, ৬ জানুয়ারি ২০১৭

আপডেট: ০৪:৪৪, ৬ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

পদ্মনাভ অধিকারীর দু’টি কবিতা

কি ভয়ঙ্কর দুঃসময়

কি ভয়ঙ্কর দুঃসময় !
কুয়াশার কম্বল গায়ে
জেঁকে বসেছে পৌষ,
ছিন্নমূল জীব গুলো
খোলা আকাশের নিচে,
প্লাটফর্মে-বন্ধ ঘরের বারান্দায়
শীত মানাচ্ছে---!!!

অপেক্ষা-রাত কেটে হবে ভোর,
সূর্য আলো দেবে-দেবে জীবনী শক্তি,
হাট করে খুলেদিয়ে দোর---

সূর্যই যখন একমাত্র উজ্জীবনের উৎস
তখন,রাতের চেয়েও অন্ধকার
দিন চায়না,-শুধু সূর্যকে চায়
যাপিত য়ন্ত্রণায়-তাপিত
বোধের সুখের চেয়ে শ্রেয় সে,-কারণ
এখানে এখন ক্ষমতার দ্বন্দ্বে,
মতবাদের আগুনে ঝলসে উঠেছে
তৃণমূল থেকে নগর। আর এ সভ্যতার
অসভ্যরা,থার্টি ফাস্ট নাইট মানাতে
অধীর ; এ কেমন দেউলিয়াত্ব ?!

তবে কি বিশ্বাসীরা দিনে দিনে
অবিশ্বাসী হয়ে উঠেছে সব !
ফিরে আসবে আইয়ামে জাহিলিয়ার
কালো-নিভে যাবে সব আলো---!!!

সে বোধ এখানে এখন আড়ষ্ট

হিমালয়কে অতিক্রম করতে হয়েছে
রক্ত আর শক্তি সল্পতায় ভোগা
মানুষদের। খেয়াল খুশি মতো
বাড়াবাড়ি, দুঃখ সুখের অভিজ্ঞতার
ঝুলি বেঁধে কাঁধে, যত্নে রেখেছি এ বছরটায়।

আগামী বছর এলে,
খালি মুখে দিতে পারবো
হাসি আর খোলা প্রাণ। শুধু কাটাতে হবে
ভালো-মন্দের কাল;কখন ঝরে পড়ি,
সে ভাবনায়-যায় দিন মন্দ,আসে দিন ভালোর !!!
কারণ দিনের আলো আর কালো ?
কে ভালো,সে বোধ এখানে এখন আড়ষ্ট।

কারুকাজ,কেশবলাল রোড, যশোর

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer