Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘নির্বাচনকালীন সরকারের রূপরেখা পরিষ্কার করেছে সংবিধান’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ২১ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘নির্বাচনকালীন সরকারের রূপরেখা পরিষ্কার করেছে সংবিধান’

ফাইল ছবি

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন প্রসঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। সম্প্রতি অনুষ্ঠিত দুই সিটি করপোরেশনের নির্বাচনে সরকারি দল দুটিতেই হেরেছে। এটা কি প্রমাণ করে না বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়। নির্বাচনকালীন সরকারের রূপরেখা সংবিধান পরিষ্কার করে দিয়েছে।

রোববার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের সময় সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে। এটাই স্বাভাবিক নিয়ম। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই একই উপায়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি প্রসঙ্গে কাদের বলেন, এটা বাতিল বা স্থগিত কোনোটাই হয়নি। কমিটি যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। এই নিয়ে হতাশার কিছু নেই। গণমাধ্যমে যা এসেছে তা সঠিক নয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer