Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নামলো মহাবিপদ সংকেত : সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১, ৩০ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নামলো মহাবিপদ সংকেত : সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা

ঢাকা : ঘূর্ণিঝড় ‘মোরা’ দুর্বল হয়ে নিন্মচাপে পরিণত হওয়ায় সমুদ্র বন্দরসমূহকে বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে রাত ৯ টা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer