Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ধর্ষণ ঠেকাতে অভিনব অন্তর্বাস!

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ৯ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ধর্ষণ ঠেকাতে অভিনব অন্তর্বাস!

ফাইল ছবি

ঢাকা : ‘ধর্ষণ প্রতিরোধী’ অন্তর্বাস। এটি প্যান্টিটি বুলেটপ্রুফ। কাটা যাবে না ছুরি দিয়েও। শুধু তাই নয়, অন্তর্বাসটিতে একটি তালা সংযোজন করা হয়েছে। রয়েছে একটি ভিডিও ক্যামেরা এবং জিপিএস অ্যালার্ট সিস্টেম। এই অন্তর্বাসটি তৈরি করেছেন সিনু কুমারী নামের এক ভারতীয় এক নারী।

ওই তরুণীতার দাবি, বিশেষ নকশায় নারীদের জন্য তৈরি করা অন্তর্বাসটি ধর্ষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

ব্রিটিশ দৈনিক মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের ফারাক্কাবাদের সিনুর এই অন্তর্বাসটি তৈরি করতে ৫০ ইউরোর মতো খরচ হয়েছে।

সিনু জানান, অন্তর্বাসে একটি স্মার্ট তালা রয়েছে। যা পাসওয়ার্ড ছাড়া খোলা যাবে না। একটি ইলেকট্রিক ডিভাইস বসানো হয়েছে, যা দিয়ে জরুরি কল করা যাবে। অন্তর্বাসটিতে একটি বাটন রয়েছে, যাতে চাপ দিলে কল চলে যাবে সেট করা জরুরি সহায়তার নম্বরে।

এই অন্তর্বাস পরা অবস্থায় কোনো নারী যদি আক্রান্ত হন, তখন এই ডিভাইসটি থেকে কল যাবে তার স্বজন ও পুলিশের কাছে। জিপিএস সিস্টেম থাকায় পুলিশ সহজেই ওই নারীর অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করতে পারবে বলে জানিয়েছেন এই তরুণী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer