Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দ্বিতীয়বর্ষে কানাডার এনআরবি টেলিভিশন

সদেরা সুজন

প্রকাশিত: ০০:৫২, ২ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০৩:০৮, ২ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

দ্বিতীয়বর্ষে কানাডার এনআরবি টেলিভিশন

কানাডা থেকে সিবিএনএ : দ্বিতীয় বছরে পা দিলো কানাডার প্রথম ২৪ ঘন্টার পূর্ণাঙ্গ বাংলা টিভি চ্যানেল এনআরবি টেলিভিশন।

গতবছরের ১ জানুয়ারি থেকে পরীক্ষামূলক সম্প্রচার এবং ১ ফেব্রুয়ারি থেকে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করে এনআরবি। ইউটিউব, ওয়েব কিংবা কেবল এ্যাপে নয় টরন্টোবাসী ঘরে বসে টেলিভিশনে সরাসরি উপভোগ করেছেন এনআরবি`র পরিবেশনা।

প্রবাসে বাংলার মুখ-এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা এনআরবি টিভি এখন জনপ্রিয় একটি নাম। টক শো, মিউজিক্যাল প্রোগ্রাম, নাটক, স্থানীয় সংবাদ এবং কমিউনিটি ভিত্তিক নানা অনুষ্ঠানে সাজানো থাকে এনআরবি’র অনুষ্ঠানমালা।

মাত্র একবছরে এনআরবি উত্তর আমরিকা জয় করে বিশ্বের ৪৭টি দেশে এখন সম্প্রচারে । `বেস্ট কমিউনিটি টিভি` হিসেবে এনআরবি পেয়েছে কানাডার হেরিট্যাজ এ্যাওয়ার্ড ২০১৬।

এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বললেন, একদল স্বপ্নবাজ মানুষের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল এনআরবি টিভি। এটা বিনোদনমূলক নয়, প্রবাসীদের জন্য বিশেষায়িত একটি টিভি চ্যানেল। প্রবাসীদের আনন্দ-বেদনার কাব্য অকপটে তুলে ধরা এবং প্রবাসের নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেবার জন্য এনআরবি’র যাত্রা। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer