Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

ট্রাইব্যুনাল সরানো নিয়ে চিন্তার কোনও কারণ নেই: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ২৪ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ট্রাইব্যুনাল সরানো নিয়ে চিন্তার কোনও কারণ নেই: অ্যাটর্নি জেনারেল

ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরানো নিয়ে চিন্তার কোনও কারণ নেই জানিয়ে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, বিচার প্রক্রিয়ায় এর কোনও প্রভাব পড়বে না।

বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ সব কথা বলেন।

তিনি বলেন, প্রধান বিচারপতি যদি মনে করেন, যেখানে বিচার হচ্ছে এবং এই ভবন প্রয়োজন, রাষ্ট্র নিশ্চয়ই বিচারের স্থান ঠিক করে দেবে।

মাহবুবে আলম বলেন, সড়ক ভবন পাওয়ার পরও পুরনো পরিত্যক্ত ভবন দরকার। আপিল বিভাগের রেকর্ড রুমে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি স্তম্ভিত হয়ে গেছি। যে মামলার নথি যেভাবে রাখা হয়েছে, সেখানে নড়াচড়া করার জায়গা নেই। আসলে আদালতের অনেক জায়গা দরকার। বিচারপতিদের বসার জায়গা নেই। তারা বারান্দাতে বসছেন।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের চেম্বার ও এজলাস সংকটের কারণ দেখিয়ে আগামী ৩১ অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অন্যখানে সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer