Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বৃহস্পতিবার ০৯ মে ২০২৪

ঝালকাঠিতে শিশু সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৬, ১৩ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঝালকাঠিতে শিশু সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা

ছবি: বহুমাত্রিক.কম

ঝালকাঠি : ঝালকাঠিতে শুরু হলো শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা। ইউনিসেফের সহায়তায় অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করে।

শুক্রবার ঝালকাঠি ধানসিঁড়ি মহিলা ক্লাবের হল রুমে দুদিন ব্যাপি এ কর্মশালা শুরু হয়। ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

শিশু সাংবাদিকদের ঝালকাঠি জেলার তত্বাবধায়ক পলাশ রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহরের সাংস্কৃতিকজন মনোয়ার হোসেন খান ও কবিতা চক্রের সাধারণ সম্পাদক মুহাম্মদ আল-আমীন বাকলাই এবং বিডিনিউজের রিপোর্টার মোফিজুর রহমান শিপন।

অনুষ্ঠানে বক্তব্য করেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আসম মাহমুদুর রহমান পারভেজ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এসএম রেজাউল করিম, মাইটিভির প্রতিনিধি বরকত হোসেন মৃধা, বাংলাটিভির প্রতিনিধি নজরুল ইসলাম, ডিবিসির প্রতিনিধি তালুকদার আল-আমীন, সাংবাদিক সুতীর্থ বড়াল, ইব্রাহিম শাকিল প্রমুখ। শিশু কিশোর সংগঠক ফারজানা ববি নাদিরা অনুষ্ঠান সঞ্চালনা করেন ।

দুই দিনের এ কর্মশালায় ২০ জন শিশু অংশ নিয়েছে। তারা সাংবাদিকতা, শিশু অধিকার, মাল্টিমিডিয়াসহ সাংবাদিকতার নানা বিষয় সম্পর্কে জানবে। রয়েছে মাঠ পর্যায়েও তথ্য সংগ্রহের প্রশিক্ষণ। শনিবার বিকেলে মাঠ পর্যায়ে প্রশিক্ষণশেষে কর্মশালাশেষ হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer