Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩১, শনিবার ১১ মে ২০২৪

জিম্বাবুয়ে-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু ১৫ জানুয়ারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ১৪ ডিসেম্বর ২০১৭

আপডেট: ২১:২১, ১৪ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

জিম্বাবুয়ে-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু ১৫ জানুয়ারি

ফাইল ছবি

ঢাকা : জানুয়ারিতে শ্রীলঙ্কা ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে সেটা আগেই নিশ্চিত হয়েছিলো।

লঙ্কানদের সফরের সময় জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একটা সিরিজ খেলার বিষয়ে ঘোষণা আসে বিসিবির তরফ থেকে। এবার সেই ত্রিদেশীয় সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিবি। সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছে।

আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ২৭ জানুয়ারি হবে ফাইনাল। প্রাথমিক পর্বে প্রতিটি দল পরস্পরকে দু`বার মোকাবেলা করবে। টুর্নামেন্টের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজে অংশ নিতে ১০ জানুয়ারি ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। ১৩ জানুয়ারি বিকেএসপিতে তারা একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। ওই দিনই ঢাকায় আসবে শ্রীলঙ্কা।

ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফির যাবে জিম্বাবুয়ে। এরপর ২৮ জানুয়ারি বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল যাবে চট্টগ্রামে। ৩১ জানুয়ারি থেকে সেখানেই দুই ম্যাচ সিরিজর প্রথম টেস্ট শুরু হবে।

বিপিএলের পর দুই সপ্তাহের ছুটি শেষে ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ দলের ক্যাম্প।

ত্রিদেশীয় সিরিজের সূচি
১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৭ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা
২১ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
২৩ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে
২৫ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা
২৭ জানুয়ারি ফাইনাল

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সিরিজ
৩১ জানুয়ারি প্রথম টেস্ট (চট্টগ্রাম)
৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট (ঢাকা)
১৫ ফেব্রুয়ারি প্রথম টি-২০ (ঢাকা)
১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টি-২০ (সিলেট)

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer