Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

জাবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ,ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৭, ২৭ মে ২০১৭

আপডেট: ২০:৫৭, ২৭ মে ২০১৭

প্রিন্ট:

জাবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ,ধাওয়া পাল্টা ধাওয়া

সাভার : বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখায় শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

সংঘর্ষের ঘটনায় এসময় বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিক, নিরাপত্তাকর্মীসহ আহত হয়েছে কমপক্ষে বিশ জন শিক্ষার্থী।

শনিবার বিকেল পাঁচ টার দিকে বিশ^বিদ্যালয়ের সামনে ডেইরি গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় সড়কঅবরোধ করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী।

এ সময় সড়কটির দুই পাশে যানচলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়ে বাস যাত্রীরা। পরে বিকেল পাঁচ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।

পুলিশ এসময় রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিকসহ আহত হয় অন্তত ২০ জন শিক্ষার্থী।

পুলিশি হামলার প্রতিবাদে এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি ও মুল গেট ভাঙচুর করে। এসময় অন্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ভর্তি করে। মহাসড়কে প্রায় পাঁচ ঘন্টা পরে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে, দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সড়ানোর চেষ্টা করলে উপাচার্যের সাথে শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়।

যেকোন অপ্রীতিকর ঘটনা এরাতে ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এঘটনায় পুলিশকোন বক্তব্য দেয়নি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer