Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

জাপানে শক্তিশালী ভূমিকম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ২১ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

জাপানে শক্তিশালী ভূমিকম্প

ঢাকা : জাপানের পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ২। তবে এর ফলে দেশটিতে সুনামির কোন ঝুঁকি নেই।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত দুইটায় দেশের টট্টরি প্রশাসনিক অঞ্চলে সমুদ্র পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে এ ভূ-কম্পন আঘাত হানে।

ইউএসজিএস প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৬ দশমিক ৬ বলে উল্লেখ করেছিল। তবে পরে তা সংশোধন করে তীব্রতা ৬ দশমিক ২ বলে জানায়।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়, ইয়োরিহামা শহরে একটি বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া অপর একটি এলাকায় আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কুরায়োশি নগরীতে দমকল বিভাগ জানায়, তারা জরুরী সাহায্যের সাতটি ডাক পায়। টেলিভিশন ফুটেজে এ অঞ্চলে ব্যাপক ঝাঁকুনির দৃশ্য দেখা গেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা সুমিনরি সাকিনাদা বলেন, ভূমিকম্পের সময় তীব্র ঝাঁকুনি হয়। তবে কোন ক্ষতির খবর পাওয়া যায়নি।

ওই এলাকায় বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। ভূমিকম্পে বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ায় প্রায় ৪০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এনএইচকে জানায়, অঞ্চলটিতে বন্ধ থাকা পারমাণবিক চুল্লীগুলোরও কোন ক্ষতি হয়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer