Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩১, শনিবার ১১ মে ২০২৪

চীনে ভূমিধসে নিখোঁজ ১২০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ২৪ জুন ২০১৭

আপডেট: ১৯:৪৮, ২৪ জুন ২০১৭

প্রিন্ট:

চীনে ভূমিধসে নিখোঁজ ১২০

ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকায় ভূমিধসে ১২০ জনেরও বেশি লোক নিখোঁজ রিয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোর ৬টার দিকে পার্বত্য এলাকার মাওশিয়ান নামের একটি গ্রামের ওপর পাথুরে পাহাড়ের একাংশ ধসে পড়ে অন্তত ৪০টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

দেশটিতে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত এবং এলাকাটি গাছপালাশূন্য হবার কারণেই এ ভূমিধস বলে স্থানীয় পুলিশ বলছে। চীনের পার্বত্য এলাকাগুলোতে বর্ষার সময় ভূমিধস একটি নিয়মিত ঘটনা।

ওই এলাকা থেকে এখন পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভাঙা পাথরের টুকরোর নিচে চাপা পড়া লোকদের মধ্যে বেঁচে থাকা কেউ আছে কিনা তার সন্ধান চলছে। স্থানীয় সূত্রগুলো বলছে, একটি দম্পতিকে তাদের শিশুসন্তানসহ উদ্ধার করা হয়েছে।

ত্রাণ দলগুলো মাটি ও বড় বড় পাথরের টুকরো সরাতে বুলডোজার ব্যবহার করছে। ধসে নেমে আসা পাথর ও মাটিতে একটি নদীর দু`কিলোমিটার এলাকায় পানির প্রবাহ আটকে গেছে।

এরআগে সিচুয়ান প্রদেশের ২০০৮ সালে ওয়েনচুয়ানে এক ভূমিকম্পে ৮৭ হাজার লোকের মৃত্যু হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer