Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

চিকিৎসা ভিসার নিয়ম-কানুনে ভারতের শিথিলতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ১৭ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

চিকিৎসা ভিসার নিয়ম-কানুনে ভারতের শিথিলতা

ঢাকা : এবার বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসার নিয়ম-কানুনেও শিথিলতা এনেছে ভারত। এখন থেকে শুধু চিকিৎসার জন্য নয়, রোগ নির্ণয়ের জন্যও ভারত যেতে ভিসার বিশেষ সুবিধা দেবে দেশটি।

সোমবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মানুষে-মানুষে বন্ধন আরও জোরালো করার পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে দেয়া ঘোষণা অনুযায়ী এ সুবিধা যোগ করা হয়েছে।

ভারতীয় হাইকমিশন বলছে, এখন থেকে রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশিরা চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন।

এক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে যে কোনো স্বীকৃত ভারতীয় হাসপাতাল অনুমোদিত সাক্ষাতের প্রমাণপত্র ও রোগের বিষয়ে আলোকপাত করে বাংলাদেশের চিকিৎসকদের রোগনির্ণয়পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।

তবে চিকিৎসা ভিসার ক্ষেত্রে অন্য নিয়ম-কানুন ও শর্ত অপরিবর্তিত থাকবে বলে ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভারতীয় হাই কমিশনের প্রেস অ্যাটাচে রঞ্জন মন্ডল জাগো নিউজকে বলেন, আগে রোগ নির্নয়ের জন্য ভিসা সুবিধা ছিল না। কেবল মাত্র রোগের চিকিৎসার জন্যই বাংলাদেশিরা ভারত যেতে পারতেন। এখন থেকে কি অসুখ হয়েছে সেটা পরীক্ষা-নিরীক্ষার জন্য ভারতে যেতে ভিসা আবেদন করতে পারবেন এদেশের নাগরিকরা।

হাই কমিশন জানায়, বর্তমানে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্র গুলশানে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এবং ঢাকার বাইরের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সরাসরি গ্রহণ করা হচ্ছে।

বিস্তারিত তথ্যের জন্য www.ivacbd.com- ঠিকানায় ভিজিট করতে বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer