Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘সর্বোত্তম সাফল্য’ বলে দাবি কিম জং-উনের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ২৫ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘সর্বোত্তম সাফল্য’ বলে দাবি কিম জং-উনের

ঢাকা : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সম্প্রতি ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণ করা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (এসএলবিএম) পরীক্ষাকে ‘সর্বোত্তম সাফল্য’ বলে দাবি করেছেন।

বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়।

কিমের বরাত দিয়ে বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, বুধবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলাফল এটাই প্রমাণ করে, পরমাণু হামলা চালানোর মতো সক্ষম সামরিক শক্তিধর প্রথম সারির দেশগুলোর কাতারে উত্তরকোরিয়াও শামিল হলো।

যুক্তরাষ্ট্রের মুলভূখন্ড ও প্যাসিফিক অঞ্চল এখন উত্তর কোরিয়ার হামলার নাগালের মধ্যে রয়েছে।
ক্ষেপণাস্ত্রটি জাপানের দিকে ৫শ’ কিলোমিটার পর্যন্ত উড়ে যায়। পরমাণু অস্ত্র বিশেষজ্ঞরা এটিকে উত্তর কোরিয়ার পারমানবিক হামলা চালানোর ক্ষেত্রে একটি সুস্পষ্ট পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

কেসিএনএ জানায়, কিম এ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। তবে তিনি কোথা থেকে এটি পর্যবেক্ষণ করেন সেব্যাপারে কিছু জানা যায়নি।

এসএলবিএমের সক্ষমতা অর্জন উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার হুমকিকে নতুন পর্যায়ে উন্নীত করবে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর যুগ্ম চীফ অব স্টাফ ক্ষেপণাস্ত্রটি উড়ে যাওয়ার দূরত্ব নিরূপণ করেন। এই দূরত্ব আগের এসএলবিএম পরীক্ষার যেকোন দূরত্বের চেয়ে বেশী। ফলে বলা যায় প্রযুক্তির সক্ষমতা অর্জনের ক্ষেত্রে উত্তর কোরিয়া অনেক দূর এগিয়ে গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer