Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

কমলগঞ্জে কবিতা গ্রন্থের মোড়ক উম্মোচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ১৫ মার্চ ২০১৮

আপডেট: ১৮:১৫, ১৫ মার্চ ২০১৮

প্রিন্ট:

কমলগঞ্জে কবিতা গ্রন্থের মোড়ক উম্মোচন

ছবি : বহুমাত্রিক.কম

মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলার পতনঊষারে কবি জয়নাল আবেদীন রচিত ‘ভাষা, মুক্তিযুদ্ধ ও দেশের কবিতা’ গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে।

কবিতা গ্রন্থের মোড়াক উম্মোচন উপলক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পতনঊষারস্থ জোনাকী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পতনঊষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও প্রভাষক বয়তুল হক চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর পুরুস্কার প্রাপ্ত লন্ডন প্রবাসী লেখক, সাংবাদিক ইসহাক কাজল। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জের লেখক-গবেষক আহমদ সিরাজ, সমাজ সেবক ডা. আব্দুল হান্নান চিনু, ব্যবসায়ী নেতা অলি আহমদ খান, প্রভাষক আব্দুল আহাদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডা. তোফায়েল আহমদ, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, হিফজুর রহমান বক্স, লোকমান আহমদ, আব্দুল মুকিত হাসানী প্রমুখ।

প্রধান আলোচক ইসহাক কাজল বলেন, আগে বিয়ে সহ নানা অনুষ্ঠানাদিতে বই উপহার দেয়া হতো এবং অবসরে বই পড়ে সময় কাটানো হতো, এখন আর সেটি নেই। এখন মানুষ অবসরে মোবাইলে সময় অপচয় করেন। মানুষের মনের খোরাক বই পাঠ ও বই উপহার দেওয়ার সেই রেওয়াজ আবারও ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে কবি জয়নাল আবেদীন তাঁর অনুভূতি প্রকাশকালে বলেন, আমার বড় ভাইয়ের উৎসাহ উদ্দীপনায় লেখালেখি জগতে প্রবেশ। নিজে প্রবাসে থাকাকালে একাকীত্ব সময়ে অসংখ্য কবিতা ও গান লিখেছেন। তারই সূত্র ধরে এই কবিতা গ্রন্থ প্রকাশ করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer