Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩১, শনিবার ১১ মে ২০২৪

এফবিআইয়ের সাবেক উপপরিচালক বরখাস্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ১৭ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এফবিআইয়ের সাবেক উপপরিচালক বরখাস্ত

ঢাকা : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক উপপরিচালক অ্যান্ড্রু ম্যাকক্যাবিকে বরখাস্ত করা হয়েছে।

চাকরি থেকে অবসরে যাওয়ার মাত্র দুই দিন আগে শুক্রবার মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স তাকে বরখাস্ত করেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, গত জানুয়ারিতে ম্যাকক্যাবি এফবিআইয়ের উপপরিচালক পদে ইস্তফা দেন এবং তারপর থেকে ছুটিতে ছিলেন।

হিলারি ক্লিনটনের ইমেইল ব্যবহার ও মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষাপটে এফবিআইয়ের পক্ষ থেকে যে তদন্ত করা হচ্ছিল তাতে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন ম্যাকক্যাবি।

আর মাত্র দু`দিন পরেই তার অবসরে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে বরখাস্ত হওয়ায় তিনি কিছু পেনশন সুবিধা হারাতে পারেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer