Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

উপসাগরীয় বিরোধ প্রশ্নে কাতারের সন্ত্রাস দমন আইনের পরিবর্তন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪, ২১ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

উপসাগরীয় বিরোধ প্রশ্নে কাতারের সন্ত্রাস দমন আইনের পরিবর্তন

ঢাকা : কাতার বৃহস্পতিবার তাদের দেশের সন্ত্রাস দমন আইনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। দোহা ও তাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে চরম সংকটের ক্ষেত্রে বিতর্কিত বিষয়গুলোর এটি ছিল অন্যতম।

কাতারের বিরুদ্ধে চার আরব দেশের অভিযোগ হচ্ছে তারা বিভিন্ন জঙ্গি সংগঠনকে সহযোগিতা করছে। 

শেখ তামিম বিন হামাদ আল সানির ফরমানে ব্যক্তিবর্গ ও সন্ত্রাসী সংগঠনের তালিকা প্রণয়ন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলা হয়।

এতে সন্ত্রাসী, সন্ত্রাস-সংশ্লিষ্ট অপরাধ, সন্ত্রাসী সংস্থা এবং সন্ত্রাসী কর্মকা-ে আর্থিক সহযোগিতার বিষয় সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

সন্ত্রাসবাদমূলক কর্মকা-ে অর্থ যোগান বন্ধে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পর এ ঘোষণা দেয়া হলো।

উল্লেখ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর গত ৫ জুন থেকে কাতারকে বয়কট করে আসছে।

তারা স্থল সীমান্ত বন্ধসহ দোহার বিরুদ্ধে অবরোধ আরোপ করে তাদের আকাশসীমায় কাতারের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং কাতার থেকে তাদের নাগরিকদের দেশে ফিরে আসার নির্দেশ দেয়া হয়।

এ অঞ্চলের সবচেয়ে গুরুতর এ রাজনৈতিক সংকট নিরসনে এ চার আরব দেশ কাতারের কাছে ১৩ দফা দাবির একটি তালিক পেশ করে।

তবে কাতার তাদের বিরুদ্ধে আনীত সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাখান করে এসব দাবিকে অযৌক্তিক বলে অভিহিত করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer