বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা তাদের একমাত্র ভরসা রাষ্ট্রযন্ত্র। এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এখন একটি ফ্যাসিস্ট গোষ্ঠীতে পরিণত হয়েছে।