Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

২৯ জুলাই বিএফইউজে’র সভাপতি পদে নির্বাচন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ৬ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

২৯ জুলাই বিএফইউজে’র সভাপতি পদে নির্বাচন

ঢাকা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতির শূন্য পদে আগামী ২৯ জুলাই শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৩ জুন শুক্রবার রাজশাহীতে অনুষ্ঠিত বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত বিএফইউজে নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ। কিন্তু চলতি বছরের ২৪ জানুয়ারি তিনি ইন্তেকাল করায় পদটি শূন্য হয়।

নির্বাচনী পরিচালনা কমিটি গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের পরবর্তী কার্যক্রম ঘোষণা করেছে। সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।