
ছবি-বহুমাত্রিক.কম
দিনাজপুর : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নুর-উন-নবী বলেছেন, কবি নজরুল ইসলামের সাহিত্য ভান্ডারে এত প্রাচুর্য্য-এত সমৃদ্ধ যে জ্ঞান অর্জন করে তা শেষ করা যাবে না। প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য কর্ম তুলে ধরতে পারলে চিরদিন কবি নজরুল ইসলাম আমাদের মাঝে বেঁচে থাকবেন।
সোমবার দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে নজরুল পরিষদ, দিনাজপুর এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নজরুল পরিষদের সভাপতি বিশিষ্ট চক্ষু চিকিৎসক রোটাঃ ডাঃ সহিদুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ও উপাচার্য্য অধ্যাপক ড. এ কে এম নুর-উন-নবীর সহধর্মীনি মিসেস গুলনাহার নবী।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উদ্যাপন কমিটির আহবায়ক রবিউল আউয়াল খোকা। শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ নিজামুদ্দিন আহাম্মেদ রয়েল। আলোচক হিসেবে আলোচনা করেন ওস্তাদ সায়মুদ আলী খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রোটাঃ আব্দুস সালাম তুহিন। আলোচনা সভা শেষে নজরুল পরিষদের নিজেস্ব শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বহুমাত্রিক.কম