Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৩ ১৪৩২, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫

দরিদ্র নৃতাত্ত্বিক অধিবাসীদের সহায়তা দিল উত্তরণ সমাজসেবা সংঘ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৮, ১৩ মার্চ ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দরিদ্র নৃতাত্ত্বিক অধিবাসীদের সহায়তা দিল উত্তরণ সমাজসেবা সংঘ

ছবি-বহুমাত্রিক.কম

দিনাজপুর : সমাজের পিছিয়ে থাকা অসহায়, হতদরিদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির বয়স্ক-বিধবা, শারীরিক বিকলাঙ্গ ও শিক্ষার্থীরা পেল আর্থিক সহায়তা। উত্তরণ সমাজ সেবাসংঘ এই সহায়তা প্রদান করে।

রোববার ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাতিহার এলাকায় নিজ কার্যালয়ে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণ সমাজ সেবা সংঘের নির্বাহী প্রধান সুব্রত বিহারী রায়, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রঞ্জু, বিশিষ্ট সমাজ সেবিকা ডাঃ সেলিনা ইসলাম প্রমুখ।

উত্তরণ সমাজ সেবা সংঘ ২১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে গত দুই বছর ধরে এলাকার অবহেলিত উপজাতি, সংখ্যালঘু ও গরীব শিক্ষার্থীদের নিজেদের অর্থায়নে আর্থিক সহযোগীতা করে আসছে।

বহুমাত্রিক.কম