১২ আগস্ট ২০১৫ বুধবার, ১০:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক
বহুমাত্রিক.কম
গাজীপুর: ঈদ পুনর্মিলনী ও বার্ষিক নৌকা ভ্রমণ উৎসব করেছে জাতীয় সাংবাদিক সংস্থা নামে একটি সংগঠন।
গাজীপুর সদরের সুকন্দিতে অবস্থিত ‘ছুটি রিসোর্ট’-এ বুধবার এ অনুষ্ঠান হয়। এই আয়োজনে অংশ নিয়ে সংগঠনটির সদস্যরা কিছু সময়ের জন্য নির্মল প্রকৃতি সান্নিধ্যে কাটানোর সুযোগ পান।
সংগঠনের উপদেষ্টা মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে এই উৎসব উদ্বোধন করেন জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় সভাপতি ও শিল্পদ্যোক্তা আজিজ চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন। বক্তব্য রাখেন, তরুন উদ্যোক্তা তারেক চৌধুরী, মাকসুদা চৌধুরী মিশা, মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুল মজিদ, প্রবাসী সঙ্গীতশিল্পী অমি, সামসুল আলম জুলফিকার ও অন্যরা।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।