Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

কারণ না জানিয়েই কর্মসূচিতে পরিবর্তন আনলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৬, ১৮ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কারণ না জানিয়েই কর্মসূচিতে পরিবর্তন আনলো বিএনপি

ঢাকা : জঙ্গি দমনের নামে পুলিশের সাঁড়াশি অভিযানে গণগ্রেপ্তারের প্রতিবাদে শনিবার রাজধানীসহ দেশব্যাপি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েও ঢাকার কর্মসূচির ধরণ ও সময় অজ্ঞাত কারণে পরিবর্তন এনেছে বিএনপি।

ঢাকায় বিক্ষোভ সমাবেশের পরিবর্তে আগামী ২০ জুন সোমবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করার ঘোষণা এসেছে দলটির পক্ষ থেকে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি পরিবর্তনের এ তথ্য জানানো হয়েছে।তবে পরিবর্তনের কোনো কারণ জানানো হয়নি।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলেন।

বহুমাত্রিক.কম