০৭ জুন ২০১৬ মঙ্গলবার, ০৮:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক
বহুমাত্রিক.কম
ঢাকা : মানহানির ১০টি মামলায় ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে ৮ সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক।
গত সেনা সমর্থিত সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ডেইলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন মানহানিকর উল্লেখ করে দেশের বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব মামলা করেন।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।