Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পার্বতীপুরে শেষ হলো উন্নয়ন মেলা

সোহেল সানী, পার্বতীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৯, ১৪ জানুয়ারি ২০১৮

আপডেট: ১২:০৫, ১৪ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

পার্বতীপুরে শেষ হলো উন্নয়ন মেলা

ছবি : বহুমাত্রিক.কম

দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে। শনিবার বিকেলে এ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান এমএ ওহাব সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ পার্বতীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মজিবুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন কবির। এবারের মেলায় অংশ গ্রহণকারী ৪২টি স্টলের মধ্যে প্রথম হয়েছে যৌথভাবে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ পার্বতীপুর জোনাল অফিস ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর, দ্বিতীয় হয়েছে যৌথভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও উপজেলা প্রকৌশল অফিস।

তৃতীয় হয়েছে যৌথভাবে বাংলাদেশ ভূমি ব্যবস্থাপনা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। ৩ দিনব্যাপী উন্নয়ন মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন মন্ত্রী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় স্থানীয় ঐতিহ্যকে তুলে ধরে বিভিন্ন ধরনের গান পরিবেশন করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer