Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

৯ জন নাগরিককে গুলি করে হত্যা সুদানে, রাজপথে হাজারো মানুষ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২ জুলাই ২০২২

প্রিন্ট:

৯ জন নাগরিককে গুলি করে হত্যা সুদানে, রাজপথে হাজারো মানুষ

সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সুদানে ৯ জনকে গুলি করা হত্যার প্রতিবাদে দেশটির রাজপথে হাজারো মানুষ সমাবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। খবর আল জাজিরার।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সুদানের সড়কগুলোতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও টেলিযোগাযোগ বন্ধ রাখা সত্ত্বেও আট মাস আগে ক্ষমতা আঁকড়ে থাকা সামরিক নেতৃত্বের বিরুদ্ধে এক সমাবেশে অনেক মানুষ যোগ দেন।

এই সময়, হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাসের শেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। নিহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে বুকে ও মাথায় গুলি করা হয়েছে। যার  মধ্যে আছে এক শিশুও যার বুকে গুলি লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

গত বছরের ২৫ অক্টোবর থেকে গণতন্ত্রের দাবিতে সুদানে প্রতিসপ্তাহে বিক্ষোভ করছে দেশটির সাধারণ জনতা। সুদানের সেনাবাহিনী কঠোরভাবে জনতার এই প্রতিরোধ দমন করেছে। এখন পর্যন্ত ১৮ শিশু ১১৩ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক গোষ্ঠী পূর্ব আফ্রিকার দেশটিতে সহিংসতার নিন্দা জানিয়ে উভয়পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer