Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

২০২৩ সাল পর্যন্ত ভারতের প্রধান কোচ দ্রাবিড় : বোলিং কোচ মামব্রে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ১৭ অক্টোবর ২০২১

প্রিন্ট:

২০২৩ সাল পর্যন্ত ভারতের প্রধান কোচ দ্রাবিড় : বোলিং কোচ মামব্রে

রবি শাস্ত্রীর পর ভারতীয় ক্রিকেট দলের কোচ প্রধান হচ্ছেন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। বোলিং কোচ হচ্ছেন পরেশ মামব্রে। ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) এক কর্মকর্তা জানিয়েছেন ২০২৩ সাল পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন দ্রাবিড় ও মামব্রে।

বিসিসিআইর ঐ কর্মকর্তা বলেন, ‘ ভারতীয় দলের পরবর্তী কোচ হতে সম্মত হয়েছেন দ্রাবিড়। জাতীয় একাডেমির দায়িত্ব কিছু দিনের মধ্যেই ছেড়ে দিবেন তিনি।’

তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতে বিসিসিআই সভাপতি গাঙ্গুলী ও সচিব জয় শাহর সাথে এ বিষয়ে দ্রাবিড়ের বৈঠক হয়েছে। ২০২৩ সাল পর্যন্ত বিসিসিআইর সাথে দ্রাবিড়ের চুক্তি হচ্ছে। বার্ষিক বেতন হিসেবে ১০ কোটি টাকার চুক্তি হতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মেয়াদ শেষ হবে বর্তমান কোচ রবি শাস্ত্রীর। চুক্তির মেয়াদ নবায়ন করতে রাজি হননি শাস্ত্রী। শাস্ত্রীর সাথে দায়িত্ব ছাড়বেন বোলিং কোচ ভরত অরুণও। এতে ভারতের প্রধান কোচ ও বোলিং কোচের পদ খালি হয়ে পড়বে। তাই ঐ দুই পদের জন্য কোচের সন্ধানে ছিলো ভারত।

শুরুতে কোচ হতে অপারগতা জানিয়েছিলেন দ্রাবিড়। তবে বিসিসিআই সভাপতি সাথে আলোচনার পর জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হন দ্রাবিড়।

প্রধান কোচ এবং বোলিং কোচ চুক্তি নবায়ন না করলেও, ব্যাটিং কোচ হিসেবে থাকছেন বিক্রম ও রাঠোর।

বেশ কয়েক বছর ধরে জাতীয় একাডেমি, অনূর্ধ্ব-১৯ এবং ভারত ‘এ’ দলের দায়িত্ব পালন করছেন দ্রাবিড়। গত জুলাইয়ে শ্রীলংকা সফরে সাদা বলের ক্রিকেটে ভারতের কোচ ছিলেন দ্রাবিড়। ঐ সময় ভারতের মূল দল ইংল্যান্ডে টেস্ট সিরিজে ব্যস্ত ছিলো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer