Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানি আগামী সপ্তাহে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ১৬ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানি আগামী সপ্তাহে

ঢাকা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন মামলাটি বিচারের জন্য মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠাতে প্রস্তাব পাস করেছে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস।প্রস্তাবের পক্ষে ২২৮ আর বিপক্ষে ভোট পড়েছে ১৯৩টি। ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর নথিতে স্বাক্ষর করেছেন নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি। খবর বিবিসির।

এর পাশাপাশি নথিতে স্বাক্ষর করেছে ডেমোক্র্যাটিক দলীয় আইনপ্রণেতাদের একটি দল। এ দলটিই ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি লড়বে।নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটদের ভোটে গত বছরের ডিসেম্বরে অভিশংসিত হন ট্রাম্প। এখন অভিশংসন-পরবর্তী প্রক্রিয়া চলবে সিনেটে।

সেখানে ট্রাম্পের দল রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সিনেটেই সিদ্ধান্ত হবে, অভিশংসনের দায় মাথায় নিয়ে ট্রাম্পকে ক্ষমতা ছাড়তে হবে কিনা।

এদিকে অভিশংসন নথিতে স্বাক্ষর করার আগে এক সংবাদ সম্মেলনে ন্যান্সি পেলোসি বলেন, ‘আজ আমরা ইতিহাস গড়তে যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগে অভিশংসিত হওয়ার নথিগুলো ব্যবস্থাপকরা সিনেটে পেশ করবেন।

এরই মধ্যে অভিযোগের নথিগুলো সিনেটে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর নাগাদ নথিগুলো থেকে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সিনেট সভায় পড়ে শোনানো হবে বলে জানান রিপাবলিকান দলীয় সিনেট নেতা মিচ ম্যাকোনেল।

আগামী মঙ্গলবার ওই বিচার প্রক্রিয়া শুরু হবে। এ নিয়ে তৃতীয় কোনো মার্কিন প্রেসিডেন্টের সিনেটে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer