Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সব সম্পত্তি ট্রাস্টে দান করলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ৮ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

সব সম্পত্তি ট্রাস্টে দান করলেন এরশাদ

ঢাকা: স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি ট্রাস্টে দান করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। রোববার এই ট্রাস্ট গঠন করেন সাবেক এই রাষ্ট্রপতি।

পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি গণমাধ্যমকে বলেন, রোববার বারিধারার বাসায় এরশাদ তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে ট্রাস্ট গঠন করেন। এই ট্রাস্টিতে এরশাদসহ পাঁচজন রয়েছেন। অন্যরা হলেন, এরিক এরশাদ, এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার, চাচাতো ভাই মুকুল ও এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর।

ব্যক্তিগত আইনজীবী শেখ সিরাজুল ইসলামের ব্যবস্থাপনায় গঠিত এই ট্রাস্টে এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও ভাই জি এম কাদের নেই ট্রাস্টে। ট্রাস্টের সম্পত্তির মধ্যে রয়েছে, এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসা, গুলশানের দুটি ফ্ল্যাট, রংপুরে জাতীয় পার্টির কার্যালয়, ১০ কোটি টাকার ব্যাংক ফিক্সড ডিপোজিট, বাংলামোটরের দোকান, রংপুরের কোল্ডস্টরেজ ও পল্লি নিবাস।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer