Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

শিথিল হলো প্রবাসীদের ব্যাংক হিসাব খোলার শর্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ২৭ জুলাই ২০২২

প্রিন্ট:

শিথিল হলো প্রবাসীদের ব্যাংক হিসাব খোলার শর্ত

প্রবাসীদের জন্য ব্যাংক হিসাব খোলার শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে সহজে ব্যাংক হিসাব খুলতে পারবেন প্রবাসীরা।বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের হিসাব খোলার ক্ষেত্রে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংক কর্তৃক অন্যান্য বিষয়ের সঙ্গে দলিলাদি বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস হতে সত্যায়নের শর্ত আরোপ করা হয়ে থাকে। যা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনায় উল্লেখ নেই।

বাংলাদেশ সরকার কর্তৃক মেশিন রিডেবল পার্সপোর্ট (এমআরপি) ও ইলেক্ট্রনিক পার্সপোর্ট (ই-পার্সপোর্ট) নির্দিষ্ট যাচাই প্রক্রিয়া অবলম্বন করে ইস্যু করা হয়, বিধায় বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের হিসাব খোলার ক্ষেত্রে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংক কর্তৃক যাচিত দলিলাদি সংশ্লিষ্ট দূতাবাস হতে সত্যায়নের আবশ্যকতা নেই।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer