Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

যশোরে বিসিডিএস ভবনের একটি ওষুধের গোডাউনে অগ্নিকান্ড

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪১, ২৪ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

যশোরে বিসিডিএস ভবনের একটি ওষুধের গোডাউনে অগ্নিকান্ড

যশোর : শুক্রবার সকালে শহরের মাইকপট্টিস্থ বাংলদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির (বিসিডিএস) মার্কেটের ৪র্থ তলার একটি ওষুধের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি এ এম জামাল উদ্দিন বিলু সাংবাদিকদের বলেন, শুক্রবার ২৪ জানুয়ারী সকাল আনুমানিক ৬টায় শুক্রবার বিচিত্রা সার্জিকেল ঔষদের দোকানের গোডাউনে আগুন লেগেছে খবর পাই। দমকল বাহিনীকে আগে খবর দিয়ে ঘটনাস্থলে আসি। তাদের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভায়।

প্রতিষ্ঠানের মালিক নব কুমার বলেন, সকালে খবর পাই দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়েছে। গোডাউনে ১০ লাখ টাকার অধিক বিভিন্ন সার্জিকেলের মালামাল ছিল। কমপক্ষে ৫ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, আমরা মার্কেটের কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢুকে প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সাকির্টের কারণে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব না।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer