Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বৃহস্পতিবার ০৯ মে ২০২৪

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ১৭:৩৪, ২৯ জুলাই ২০২১

প্রিন্ট:

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩জন করোনায় এবং ১৩জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার সোয়া ৯টায় বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, গত ২৪ ঘণ্টায় ইউনিটে ৫জন করোনায় মারা গেছেন- ময়মনসিংহ মুক্তাগাছার আবদুল হামিদ (৬০), নেত্রকোনা সদরের এমদাদুল হক (৮৫ ) ও শেরপুর নালিতাবাড়ীর আমিরউদ্দিন (৯০)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে ১৩জন মারা গেছেন- ময়মনসিংহ সদরের সাবু খাতুন (৮৫), হোসনে আরা (২৫), গোলাপ আলি (৫৫), নজরুল ইসলাম (৬২), দুলু মিয়া (৩০), গফরগাঁওয়ের সুরাইয়া খাতুন (৬৫ ), হালুয়াঘাটের খোকন মিয়া (৫৫), ত্রিশালের পারভিন আক্তার (৪৫), শেরপুর সদরের মনোয়ারা বেগম (৬৫) ও সাজেদা (৫৫), নেত্রকোনা সদরের সুজিত চন্দ্র দাস (৬০), টাংগাইল সদরের পরিমল চন্দ্র (৫২) ধনবাড়ির সৌরভ (১৩)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৫৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন এবং নতুন সনাক্ত হয়েছেন ৪০৩জন। ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ৪০৫ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬০ নমুনা পরীক্ষা করে ৪৫৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer