Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বৃহস্পতিবার ০৯ মে ২০২৪

মোহাম্মদপুরের ৫৪ বাসা পুলিশের নজরদারিতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ২৭ মার্চ ২০২০

আপডেট: ২০:২৭, ২৭ মার্চ ২০২০

প্রিন্ট:

মোহাম্মদপুরের ৫৪ বাসা পুলিশের নজরদারিতে

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংসহ ওই এলাকার ৫৪টি ভবন পুলিশের নজরদারিতে রয়েছে। বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বাড়িগুলো পুলিশের নজরদারি থাকবে বলে জানা গেছে।

শুক্রবার ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা পুলিশ ওই ভবনগুলো ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে।

মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ কালের কণ্ঠকে বলেন, আইইডিসিআরের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় করোনায় আক্রান্ত রোগী থাকতে পারে কিংবা আছে পুরো মোহাম্মদপুর এলাকার এরকম ৫৪টি বাসার তালিকা আমরা পেয়েছি। আইইডিসিআর থেকে পুলিশ সদর দপ্তর মাধ্যমে পাওয়া ওই তালিকা অনুযায়ী ৫৪টি বাসাকে ঝুঁকিপূর্ণ হিসেবে নজরদারিতে রাখা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা অনলাইনে নিয়মিত প্রেস বিফ্রিংয়ে জানান, ২৪ ঘণ্টায় দেশে নতুন করে চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দু’জন ঢাকার, দু’জন ঢাকার বাইরে। দু’জনের মধ্যে কো-মরবিডিটি বা আরো কিছু শারীরিক জটিলতা রয়েছে। তবে চার জনই শারীরিকভাবে সুস্থ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer