Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘মাহবুব তালুকদারের পদত্যাগের দাবি ১৪ দলের, আওয়ামী লীগের নয়’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ১৮ অক্টোবর ২০১৮

আপডেট: ১৯:৩২, ১৮ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

‘মাহবুব তালুকদারের পদত্যাগের দাবি ১৪ দলের, আওয়ামী লীগের নয়’

ঢাকা : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগের দাবি ১৪ দলের, এটি আওয়ামী লীগের দাবি নয় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ওবায়দুল কাদের। পূজা উপলক্ষে সেতু ভবনে শুভেচ্ছা বিনিময় করতে আসেন শ্রিংলা। পরে ভারতের হাইকমিশনার বলেন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাস করে ভারত। নির্বাচনে আগে প্রতিবেশী ভারত বাংলাদেশে কোনো সহিংসতা দেখতে চায় না বলেও জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে বিএনপি কোনো সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, `নির্বাচন কমিশনে একজন এক প্রসঙ্গে ভিন্নমত পোষণ করলেই তার পদত্যাগ দাবি করতে হবে এটা তো আমি মনে করি না। চৌদ্দ দল আমি বুঝি না, এটা তার ব্যক্তিগত মত বা চৌদ্দ দল..., তারা কী চিন্তা করেছেন সেটা আমি জানি না। আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ। মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করতে হবে এমন কোন চিন্তা আমাদের নেই বা এই নিয়ে আমাদের মধ্যে কোন আলোচনাও হয়নি।`

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer