Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মাস্কাট থেকে দেশে ফিরলেন ৩৯৬ বাংলাদেশি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ২৮ জুলাই ২০২০

প্রিন্ট:

মাস্কাট থেকে দেশে ফিরলেন ৩৯৬ বাংলাদেশি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে ওমানের রাজধানী মাস্কাট থেকে দেশে ফিরেছেন ৩৯৬ বাংলাদেশি।মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ওমানে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। একপর্যায়ে ওমান ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগ নিলে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করে তাঁদেরকে দেশে ফিরিয়ে আনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এর আগে গত ২২ জুলাই সকালে অন্য একটি বিশেষ ফ্লাইটে সৌদি আরবের দাম্মাম থেকে দেশে ফেরেন ৪১৫ বাংলাদেশি। তার আগের দিন ২১ জুলাই সোদির রিয়াদ থেকে আরেকটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন ৪১৮ বাংলাদেশি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer