Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩১, শনিবার ১১ মে ২০২৪

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো ৩০ জুন পর্যন্ত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ১৩ জুন ২০২১

প্রিন্ট:

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো ৩০ জুন পর্যন্ত

দেশে করোনার পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভারতের সঙ্গে ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। রোববার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানিয়েছিলেন। তবে সীমান্ত বন্ধ থাকলেও ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে।

পররাষ্ট্র সচিব জানান, ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। আপাতত চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর বন্ধ রেখেছি, বাকি পাঁচটি বন্দর দিয়ে আটকাপড়া বাংলাদেশিরা শর্ত মেনে দেশে ফিরতে পারবে।

ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে গত ২৬ এপ্রিল ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ করে বাংলাদেশ। এর মেয়াদ ৯ মে শেষ হয়। আবার নতুন করে দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ ১৪ দিন বাড়ানো হয়, যা গত ২৩ মে শেষ হয়।

এরপর সীমান্ত বন্ধের মেয়াদ আরও আটদিন বাড়ানোর পর ফের ১৪ দিনের জন্য স্থলসীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। যা সোমবার (১৪ জুন) শেষ হওয়ার কথা ছিল। এরমধ্যেই আবার বন্ধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer