Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ভারতে লরিচাপায় ১৮ শ্রমিক নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ২৮ জুলাই ২০২১

প্রিন্ট:

ভারতে লরিচাপায় ১৮ শ্রমিক নিহত

ভারতে লরিচাপায় কমপক্ষে ১৮ শ্রমিক নিহত এবং ২৪ জন আহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশে বারাবঁকীতে অযোধ্যা-লাখনৌ জাতীয় সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘনাটি ঘটে।

পুলিশ জানায়, রাম সানেহি ঘাট থানার অদূরে বেপরোায়া গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা বাসে। সেই বাসের সামনেই ফুটপাতে ঘুমাচ্ছিলেন শ্রমিকরা। তাদের ওপর দিয়েই চলে যায় লরিটি।

পুলিশ আরো জানায়, ওই বাসটি ১৪০ জন শ্রমিক নিয়ে হরিয়ানার পালওয়াল থেকে বিহার যাচ্ছিল। লাখনৌ ঢোকার ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বাসটিতে।

এ সময় মেরামতের জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাসটি। বাসে আসা শ্রমিকরা বাসের সামনে রাস্তায় ঘুমোচ্ছিলেন। সে সময়ই ঘটে এই ভয়ানক দুর্ঘটনা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer