Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ভারতে কোভিডের মুখে খাওয়ার ওষুধ অনুমোদন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৮, ৮ মে ২০২১

আপডেট: ২৩:৫২, ৮ মে ২০২১

প্রিন্ট:

ভারতে কোভিডের মুখে খাওয়ার ওষুধ অনুমোদন

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্ভাবিত ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই। এই ওষুধের নাম দেওয়া হয়েছে ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ। পাউডার জাতীয় ওষুধটি খেতে হবে পানিতে মিশিয়ে। খবর আনন্দবাজার পত্রিকা’র 

ডিসিজিআই জানিয়েছে, ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালিত হয় গত বছর মে থেকে অক্টোবর পর্যন্ত। ৩ ধাপে ভারতের মোট ১১টি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।

পরীক্ষায় দেখা গেছে, কোভিডে আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে দ্রুত কাজ করছে ওষুধটি। শুধু তাই নয়, যাদের আলাদা করে অক্সিজেনের প্রয়োজন পড়ছে, তাদের ক্ষেত্রে দারুণ কাজ করছে ডিআরডিও-র তৈরি এই ওষুধ। যাদেরই এই ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছে, করোনা পরীক্ষায় তাদের অধিকাংশের রিপোর্ট নেগেটিভ এসেছে।

ডিআরডিও এর ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালিয়েড সায়েন্সেসে ল্যাব এবং হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ড. রেড্ডিজ যৌথভাবে ওই ‘ওষুধ’ তৈরি করেছে। এটি পাউডার হিসেবে পাওয়া যাবে। খেতে হবে পানিতে মিশিয়ে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer