Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বড় জয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের যুবারা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ১৯ জানুয়ারি ২০২০

আপডেট: ০০:০০, ১৯ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

বড় জয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের যুবারা

ঢাকা : বৃষ্টির চোখরাঙানি ছিল, ছিল একটি পয়েন্ট হারানোর শঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতি বাধা হয়ে দাঁড়াতে পারেনি তরুণ ক্রিকেটারদের সামনে। বৃষ্টিভেজা লড়াইয়ে জিম্বাবুয়েকে ডি/এল মেথডে ৯ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে ফিল্ডিং নিয়ে পঞ্চম ওভারেই দলকে সাফল্য এনে দেন পেসার তানজীম হাসান সাকিব। তার বলে ওয়েসলি মাধেভিয়ারের বিদায়ে ভেঙে যায় ২৯ রানের ওপেনিং জুটি।

দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি স্বস্তি এনে দিয়েছিল জিম্বাবুয়েকে। কিন্তু বাংলাদেশের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে সেটা ‍উবে যেতে সময় লাগেনি। বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট এনে দিয়েছেন, জ্বলে উঠেছেন ফিল্ডাররাও। স্কয়ার লেগ থেকে শরীফুল ইসলামের সরাসরি থ্রোয়ে লুক ওল্ডনোকে রান আউট করা তো এক কথায় অনবদ্য।

জিম্বাবুয়েকে চেপে ধরে বাংলাদেশ যখন জয়ের স্বপ্ন দেখছে, তখনই বৃষ্টি শুরু। ২৯তম ওভারে শুরু হওয়া বৃষ্টির পর জিম্বাবুয়ে ব্যাট করার সুযোগ পায়নি। ৬ উইকেটে ১৩৭ রানে থামতে হয়েছে তাদের।

তানজীমের মতো একটি করে উইকেট পেয়েছেন শরীফুল, মৃত্যুঞ্জয় চৌধুরী, শামীম হোসেন ও রাকিবুল হাসান। সেনওয়েস পার্কে যে পাঁচজন বল হাতে নিয়েছেন, সাফল্য পেয়েছেন প্রত্যেকে। চোটের কারণে শঙ্কা থাকলেও মৃত্যুঞ্জয় খেলেছেন ঠিকই, কিন্তু তেমন ছন্দে ছিলেন না বাংলাদেশ দলের প্রধান পেসার। বাঁহাতি পেসে ৪.১ ওভারে রান দিয়েছেন ২৮।

আবারও বৃষ্টির শঙ্কা যেমন ছিল, নেট রানরেট ভালো করার তাড়নাও কম ছিল না। তাই ২২ ওভারে ১৩০ রানের লক্ষ্যে শুরু থেকে ঝড় তুলেছেন তানজীদ হাসান। ১০ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩২ করে ফিরেছেন। ১৩ বলে ৪১ রানের উদ্বোধনী জুটিটা ভেঙে গেলেও রানের গতি কমেনি। মাহমুদুল হাসানকে নিয়ে আক্রমণ চালিয়েছেন অন্য ওপেনার পারভেজ হোসেন। দুজনই অপরাজিত থেকে গেছেন, পারভেজ ৩৩ বলে ৫৮ আর মাহমুদুল ২৬ বলে ৩৮ রানে। মাত্র ১১.২ ওভারে জয় নিশ্চিত করে দুটি মূল্যবান পয়েন্ট ঘরে তুলেছে বাংলাদেশ।

‘সি’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ ২১ জানুয়ারি, স্কটল্যান্ডের বিপক্ষে। ২৪ জানুয়ারি শেষ প্রতিপক্ষ পাকিস্তান। আজকের মতো এ দুটি ম্যাচও হবে পচেফস্ট্রুমে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer