Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

‘বিদ্রোহীদের সরে দাঁড়াতে হবে ১৭ ডিসেম্বরের মধ্যে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ১৫ ডিসেম্বর ২০১৮

আপডেট: ১৬:২৪, ১৫ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

‘বিদ্রোহীদের সরে দাঁড়াতে হবে ১৭ ডিসেম্বরের মধ্যে’

ঢাকা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ১৭ ডিসেম্বরের মধ্যে সরে দাঁড়াতে হবে বলে ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত নেতা আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এ তথ্য জানান।

আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের দুদিনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন নানক।

তিনি বলেন, নির্বাচনের মাঠে এখনো নিজ দল আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে যারা এখনো রয়েছেন তাদের ১৭ ডিসেম্বরের মধ্যে সরে দাঁড়াতে হবে। সরে দাঁড়ানোর বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কতজন রয়েছেন এ প্রশ্নে জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ বা মহাজোটের কোনো বিদ্রোহী প্রার্থী নাই। কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এটা দেড় ডজন নয় আরও অনেক কম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer