Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশের সামনে ১৭৫ রানের লক্ষ্য ভারতের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ১০ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

বাংলাদেশের সামনে ১৭৫ রানের লক্ষ্য ভারতের

ঢাকা : সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য দাঁড় করিয়েছে ভারত। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা তুলেছে ১৭৪ রান।

টস জিতে অধিনায়কের আগে ফিল্ডিং করার সিদ্ধান্তটা সঠিক মনে হচ্ছিলো শুরুর দিকে। গত ম্যাচে ভারতের জয়ের নায়ক রোহিত শর্মাকে বোল্ড করে ফেরান শফিউল ইসলাম। এরপর শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুলের জুটি অস্বস্তি বাড়ানোর আগেই আবারো আঘাত হানেন শফিউল। ১৬ বলে ১৯ রান করা ধাওয়ানকে মাহমুদুল্লাহ রিয়াদের তালুবন্দ্বী করান।

প্রথম ইনিংসে টাইগারদের স্বস্তি এতটুকু পর্যন্তই। এরপর লোকেশ রাহুলের সঙ্গে জুটি গড়েন শ্রেয়াশ আয়ার। সময়োপযোগী ব্যাটিংয়ে ৩৫ বলে ৫২ রান করে আল আমিন হোসেনের শিকার হন রাহুল। দলকে শক্তিশালী জায়গায় রেখে রাহুল ফিরে গেলেও শ্রেয়াশ আয়ার তখনো বিস্ফোরক। ৬ রানে রিশভ পান্থকে সৌম্য সরকার ফেরালেও তা খুব একটা স্বস্তি ফেরাতে পারেন বাংলাদেশ শিবিরে। তবে ৩২ বলে ৬২ রান করা শ্রেয়াসকে তুলে নিয়ে কিছুটা শ্বাঃস নেয়ার সুযোগ করে দেন সৌম্যই।

তারপরে স্বাগতিকদের রানের গতি কিছুটা কমলেও শেষ দিকে মানিশ পান্ডের ঝড়ে বাংলাদেশের সামনে বড় লক্ষ্যই দাঁড় করায় তারা।

বল হাতে সবচেয়ে সফল সৌম্য সরকার ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট। সফিউল ইসলাম ২ উইকেট তুলে নিলেও নিজের চার ওভারের কোটায় খরচ করেন ৩২ রান। ৪ ওভারে ২২ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন আল আমিন। মোস্তাফিজ কোনো উইকেট নিতে পারেননি তবে রান খরচা করেছেন হাতখুলে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer