Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশিদের দেয়া হচ্ছে ভারতের জরুরি ভিসা : রিভা গাঙ্গুলি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ১৩ আগস্ট ২০২০

প্রিন্ট:

বাংলাদেশিদের দেয়া হচ্ছে ভারতের জরুরি ভিসা : রিভা গাঙ্গুলি

ছবি- সংগৃহীত

বাংলাদেশিদের জন্য বর্তমানে ভারতের জরুরী মেডিক্যাল ভিসা দেয়া হচ্ছে। শিগগিরই নিয়মিত ভিসাও দেয়ার প্রক্রিয়া চালু হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি।বৃহস্পতিবার সচিবালয়ে নৌ পরিবহণ মন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ভারতে বাংলাদেশিদের জন্য কবে নাগাদ ভিসা চালু হবে এ বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার বলেন, খুব জরুরি মেডিকেল ভিসা, ব্যবসা ভিসা আমরা দিচ্ছি বাই এয়ার। আমরা চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি স্বাভাবিক করা যায়। এখনও যারা খুব ইর্মাজেন্সি রোগী তাদের ভিসা দেয়া হচ্ছে।

সাধারণ ভিসা কবে নাগাদ চালু হবে এ বিষয়ে রীভা গাঙ্গুলি দাস বলেন, আমরা সেটার চেষ্টা করছি। কারণ ফ্লাইটটা ঠিক স্বাভাবিকভাবে না চললে.... আর এখনও তো কোভিড সংক্রমণের হার উঁচু-নিচু হচ্ছে। আমরা এটা নিয়ে কাজ করছি।

তাহলে কী তাড়াতাড়ি খুলছে এ বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার বলেন, ‘হোপফুলি, হোপফুলি (আশা করি, আশা করি)।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer