Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশিদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ২২ এপ্রিল ২০২১

আপডেট: ১১:০৫, ২২ এপ্রিল ২০২১

প্রিন্ট:

বাংলাদেশিদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ছবি- সংগৃহীত

করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশিদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভাইরাস নিয়ন্ত্রণে গঠিত দেশটির সুপ্রিম কমিটি এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল বুধবার (২১ এপ্রিল) ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী হাম্মুদ বিন ফয়সাল আল বুসাইদির নেতৃত্বে করোনা সংক্রমণ বিস্তার রোধে সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাংলাদেশের প্রবাসীরা ওমানে প্রবেশ করতে পারবেন না। বাংলাদেশ ছাড়া ভারত-পাকিস্তানও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

নির্দেশনায় বলা হয়, আগামী ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওমানে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ছাড়াও, অন্য কোনো দেশ থেকে ওমানে প্রবেশের আবেদন করার ১৪ দিনের মধ্যে যদি কেউ বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে ভ্রমণ করে থাকেন তবে তারাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer