Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশসহ ৪ দেশে ভারতের টিকা রপ্তানি শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ১৭ নভেম্বর ২০২১

প্রিন্ট:

বাংলাদেশসহ ৪ দেশে ভারতের টিকা রপ্তানি শুরু

বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ইরানে করোনার টিকা রপ্তানি শুরু করে দিয়েছে ভারত। মহামারির ব্যাপক প্রাদুর্ভাবের পর এর আগে টিকার রপ্তানি স্থগিত করে দিয়েছিল নয়াদিল্লি।

চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতে মহামারির দ্বিতীয় ঢেউ নৃশংস প্রাণঘাতী রূপ নেয়। দেশের উত্তাল অবস্থার সামাল দিতে টিকা রপ্তানি বন্ধ রাখতে হয়েছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে।
দেশটিতে এখন পর্যন্ত টিকার ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। এতে মহামারি নিয়ন্ত্রণে আরোপ করা বিধিনিষেধও শিথিল করা হয়েছে। দেশের অভ্যন্তরে টিকা কার্যক্রম অব্যাহত রাখতে টিকার বাণিজ্যিক চুক্তিগুলো স্থগিত রাখা হয়েছে।

sইনস্টিটিউটের প্রধান আদর পুনওয়ালা বলেন, দীর্ঘদিন টিকা রপ্তানি বন্ধ রাখার পর ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভ্যাক্স কর্মসূচির আওতায় আফ্রিকায় প্রথম টিকা রপ্তানি শুরু করেছে।
ভারতে করোনার বেশ কিছু টিকা বিভিন্ন পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কোভাভ্যাক্স, করবাভ্যাক্স, জাইকভডি, জেনোভার এমআরএনএ টিকা।

এর মধ্যে কোভাভ্যাক্সের ৫ কোটি ডোজ টিকা প্রথমবারের মতো চলতি সপ্তাহেই ইন্দোনেশিয়ায় পাঠানো হচ্ছে। যদিও এতে ভারতের স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের(এফডিএ) সবুজ সংকেত মেলেনি।

ভারতীয়রা যাতে করোনার দ্বিতীয় ডোজ নিতে পারেন, সেদিকেই দেশটির সরকার বেশি জোর দিচ্ছে। টাইমস অব ইন্ডিয়া বলছে, সরবরাহ এখন আর সীমিত না। টিকা উৎপাদনকারীরা সরবরাহ বাড়াতে জোর দিয়েছে। কারণ এখন তাদের দেশের বাইরে রপ্তানি করতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer