Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

প্রহলাদপুরে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৭, ২০ আগস্ট ২০১৯

প্রিন্ট:

প্রহলাদপুরে জাতীয় শোক দিবস পালিত

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ বলেন, ’৭৫ -এর ১৫ আ গস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এ দেশে ‘জয় বাংলা’ বলা নিষেধ ছিল। কলেজে ১৫ আগস্টের অনুষ্ঠান করতে দেয় নাই বলে কষ্টের সীমা ছিল না। আর আজ এই প্রত্যন্ত অঞ্চলে ১৫ আগস্টের অনুষ্ঠান হচ্ছে। কারণ, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী।

তিনি সোমবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৭২ নং বনখড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নুরুল হক আকন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিল চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফারুক মৃধা, আলেক মেম্বার , নজরুল ইসলাম, সাত্তার মাস্টার, বদরুল আলম মনির, জহিরুল ইসলাম প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer