Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আন্তর্জাতিক কবিতা উৎসব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ৮ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আন্তর্জাতিক কবিতা উৎসব

ঢাকা : ভারতের পশ্চিমবঙ্গে ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক কবিতা উৎসব। এ উৎসব চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।

পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমিতে বিকাল ৫টায় উৎসবের উদ্বোধন করেন কবি সুবোধ সরকার। এ সময় উপস্থিত ছিলেন- কৃষ্ণা বসু, রত্নেশ্বর হাজরা, শ্যামল কান্তি দাস, মৃদুল দাস গুপ্ত, বিভাস রায় চৌধুরী প্রমুখ। ৮ ও ৯ ডিসেম্বর উৎসব অনুষ্ঠিত হবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। চলবে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বাংলাদেশ, দুবাই, সুইডেন, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, আসাম, ত্রিপুরা, দিল্লি, ছত্তিসগড়, বিহার থেকে বিভিন্ন কবিরা যোগ দিয়েছেন উৎসবে। এবার সম্মাননা পাচ্ছেন অতীশ চক্রবর্তী ও চারু পিন্টু। প্রায় ৫শত কবি এই উৎসবে কবিতা পাঠ করবেন।

পূর্বপশ্চিম, যুগসাগ্নিক, জনস্বার্থ বার্তা, মউল ও শ্রমণ- পাঁচটি লিটল ম্যাগাজিন এ উৎসবের আয়োজন করেছে।

আয়োজক প্রদীপ গুপ্ত ও অমিত গোস্বামী জানান, ‘এই অনুষ্ঠান বেশ কিছু কারণে অভিনব। আমাদের বার্তা- একসঙ্গে চলো রে। এই অনুষ্ঠানে আমরা তরুণদের কবিতা আনতে চাইছি পাদপ্রদীপের আলোয়। কাজেই এ অনুষ্ঠান নতুনদের উৎসব। প্রায় পাঁচশ কবি কবিতা পড়বেন। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি’।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer