Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

নামাজ-প্রার্থনা নিজঘরে, জুমায় সর্বোচ্চ ১০ জন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ৬ এপ্রিল ২০২০

প্রিন্ট:

নামাজ-প্রার্থনা নিজঘরে, জুমায় সর্বোচ্চ ১০ জন

ঢাকা : দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় ঘরে বসে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মসজিদে ওয়াক্তের জামাতের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া অন্য সব মুসল্লি নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় করবেন। এছাড়া জুমার জামায়াতে ১০ জনের বেশি শরিক হতে পারবেন না।

সোমবার দুপুরে এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এসব নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়। একইসঙ্গে অন্যান্য ধর্মের অনুসারীদেরও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সারা দেশে কোনো ধরনের ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তাবলিগী তালীম বা মিলাদ মাহফিলের আয়োজন না করার নির্দেশও দেয়া হয়েছে। পাশাপাশি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer