Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দেশের প্রথম ‘ওয়াই ব্রিজের’ উদ্বোধন রোববার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ১৫ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

দেশের প্রথম ‘ওয়াই ব্রিজের’ উদ্বোধন রোববার

ঢাকা : কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী তিতাস নদীর ওপর নির্মিত দেশের প্রথম ‘ওয়াই ব্রিজ’ উদ্বোধন করা হবে রোববার বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করার কথা রয়েছে।

সেতুটি কুমিল্লার হোমনা এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সীমান্তের মাঝে তিতাস নদীর ওপর নির্মিত হয়েছে।বাঞ্ছারামপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও নাভানা বিল্ডার্সের তত্ত্বাবধানে ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর সেতুর নির্মাণ কাজ শুরু হয়।

৭৭১ দশমিক ২০ মিটার দৈর্ঘ্য এবং ৮ দশমিক ১০ মিটার প্রস্থের দৃষ্টিনন্দন এ সেতু নির্মাণে খরচ হয়েছে ৮০ কোটি টাকা।এছাড়া সংযোগ সড়ক নির্মাণে ১২ কোটি ৬৫ লাখ টাকা এবং জমি অধিগ্রহণে আরো সাড়ে ৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer