Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দুর্যোগে করণীয়গুলো ব্যাপক প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ১৮ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

দুর্যোগে করণীয়গুলো ব্যাপক প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: পিআইডি

ঢাকা : যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় করণীয় দিকগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার নিজের কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় এ নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ আসতে পারে বা দুর্যোগ আসলে কি করণীয় সে ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। শুধু দুর্ঘটনা ঘটলে সেটিকে সামাল দিতে হবে সেটি না, দুর্ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্য কি কি ব্যবস্থা নেয়া দরকার সেটিও আমাদের চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে এবং সেভাবে ব্যবস্থা নিতে হবে।

আর এ জন্য দুর্ঘটনায় করণীয় বিষয়গুলো ব্যাপকভাবে প্রচার করা দরকার। প্রত্যেকটা প্রতিষ্ঠান যেমন করবে, জাতীয়ভাবেও এটা করতে হবে। মানুষকে সচেতন করা দরকার। মানুষকে জানানো দরকার।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে দুর্যোগ আসছে ঠিক, কিন্তু আমরা এটি সামাল দিচ্ছি। এতটুকু একটা দেশে ১৬ কোটি মানুষের বসবাস। পশ্চিমা দেশে যদি এ রকম জনসংখ্যা হয়, তারা সামাল দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে।

তিনি বলেন, আধুনিকায়ন মানুষকে আরাম দেয়, সুবিধা দেয়। আবার মাঝে মাঝে ঝুঁকিও সৃষ্টি করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer