Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

দুই মার্কিন মুসলিম নারী কংগ্রেস সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ১৬ আগস্ট ২০১৯

প্রিন্ট:

দুই মার্কিন মুসলিম নারী কংগ্রেস সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর মার্কিন কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসরাইল গতকাল বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার কথা জানায়। আগামী রবিবার দেশটিতে সফরে যাওয়ার কথা ছিল তাদের। ওই দু’জন হলেন ইলহান ওমর ও রাশিদা তালিব।

গত বছরের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হন তারা। তারাই প্রথম দুই মুসলিম নারী, যারা মার্কিন কংগ্রেসের সদস্য হয়েছেন।

গতকাল ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই দু’জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। ইসরাইলের আইন অনুযায়ী, যারা দেশটিকে বর্জনের আহ্বান জানায় তাদেরকে সেদেশে সফর করতে দেওয়া হয় না। গত মাসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রন ডেরমার অবশ্য এই দু’জনের সফরের ব্যাপারে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছিলেন।

তবে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, ‘ওই দুই নারীকে সফরের অনুমতি দেওয়া হলে তা হবে ইসরাইলের দুর্বলতা। কারণ তারা ইসরাইল ও সকল ইহুদিকে ঘৃণা করেন। কোনোভাবেই তাদের মানসিকতার পরিবর্তন ঘটানো যাবে না। এই টুইটের পরই মূলত পাল্টে যায় দৃশ্যপট।-

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer