Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ঢাকায় পররাষ্ট্রনীতি বিষয়ক কসমস সংলাপ শনিবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

ঢাকায় পররাষ্ট্রনীতি বিষয়ক কসমস সংলাপ শনিবার

‘পররাষ্ট্রনীতিতে মূল্যবোধ বা তার অনুপস্থিতি’ শীর্ষক এক সিম্পোজিয়াম শনিবার রাজধানীর সিক্স সিজন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে বিষয়টির ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব, পণ্ডিত, লেখক এবং কমনওয়েলথ অফ নেশনসের উপ-মহাসচিব কৃষ্ণান শ্রীনিবাসান।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান।

কসমস গ্রুপের জনহিতকর প্রতিষ্ঠান কসমস ফাউন্ডেশন আয়োজিত কসমস সংলাপের অ্যাম্বাসেডর লেকচার সিরিজের আওতাধীন এ সিম্পোজিয়াম সকাল ১০টায় শুরু হবে। অনুষ্ঠানে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞগণ ও সিনিয়র সাংবাদিবৃন্দ উপস্থিত থাকবেন। খবর ইউএনবি’র

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer